পথচারীর পা পড়ে না বাংলাবাজার ওভার ব্রিজে

test


সদরঘাট লঞ্চ টার্মিনাল, বাংলাবাজার ও ইসলামপুরের সংযোগস্থলে গুরুত্বপূর্ণ এ মোড়টি নগরীর অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান সড়কে হওয়ায় ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভিড় লেগে থাকে।
ওই মোড়ের আশেপাশেই রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কলেজিয়েট স্কুল, সুমনা হাসপাতালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসাকেন্দ্র।
কিন্তু উৎকট দুর্গন্ধ আর মাথার ওপর ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারের জঞ্জাল পেরিয়ে কেউ আর ওভার ব্রিজ পার হওয়ার চেষ্টা করেন না। ঝুঁকি জেনেও পথচারীরা রাস্তার মধ্যে দিয়েই পারাপারের কাজটি সারেন।
অথচ পথচারীদের সুবিধার জন্যই বেশ কয়েকবছর আগে চতুর্মুখী এই ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছিল। ছড়ানো-ছিটানো ময়লা, দুর্গন্ধ আর ভবঘুরেদের দৌরাত্মে বাংলাবাজার ফুট ওভার ব্রিজ এখন পরিত্যক্তপ্রায়।read more...
info: www.bdnews24.com
পথচারীর পা পড়ে না বাংলাবাজার ওভার ব্রিজে পথচারীর পা পড়ে না বাংলাবাজার ওভার ব্রিজে Reviewed by Tanvir on 11:52 PM Rating: 5

Post Comments

Powered by Blogger.