বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক। আর জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে এখন ভিডিও’র ছড়াছড়ি। সব ভিডিওতে সবার আগ্রহ না থাকাটাই স্বাভাবিক আবার ইন্টারনেট খরচের মতো বড় কথা তো আছেই। কিন্তু কোনো ক্লিক না করলেও চালু হয়ে যাচ্ছে অযাচিত সম্প্রচার, এটা বিড়ম্বনা মনে হলে এই ‘অটো ভিডিও প্লে’ বন্ধ করার পদ্ধতি জানা দরকার।
খুব সহজ, মাত্র তিনটি ধাপ অনুসরণ করুন।
প্রথম ধাপ: সেটিংসে যান এবং ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ: সেটিংসে ক্লিক করলে যে পেজ আসবে সেটার বামে দেখুন। একটি মেন্যু পাবেন সেই মেন্যুর একেবারে নিচে দেখুন Videos নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।
তৃতীয় ধাপ: ক্লিক করার পর ডানে দেখুন Auto Play Videos নামে একটি অপশনের পাশে বক্সে লেখা Default, তাতে ক্লিক করলে On এবং Off অপশন আসবে। তখন off ক্লিক করুন, বন্ধ হয়ে যাবে অটো ভিডিও প্লে।
এরপর থেকে শুধুমাত্র ক্লিক করলেই প্লে হবে যেকোনো ভিডিও, আপনা-আপনি চালু হওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি তখন।
ফেসবুকের অটো ভিডিও প্লে যেভাবে বন্ধ করবেন
Reviewed by Tanvir
on
3:16 AM
Rating:
No comments: